প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার।
প্রধান বিচারপতির আপিল বিভাগের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বাসস’কে আজ এ কথা জানান।
তিনি বলেন, ‘গত ৩০ জানুয়ারি বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কার্যালয়ে বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ এর সাথে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার সৌজন্য সাক্ষাৎ করেন।’
গণসংযোগ কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম বলেন, প্রধান বিচারপতির সাথে ইইউর রাষ্ট্রদূতের সাক্ষাতের সময় বিচার বিভাগের স্বাধীনতা, বিচারক ও আইনজীবীদের দক্ষতা বৃদ্ধি, ন্যায়বিচার প্রাপ্তি সহজিকরণ এবং বিচার ব্যবস্থার ডিজিটালাইজেশন নিয়ে আলোচনা করার জন্য ইউরোপীয় ইউনিয়নের অফিসিয়াল ফেইসবুক পেইজে প্রধান বিচারপতিকে আজ ধন্যবাদ জানানো হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর