• ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

প্রাইমারিতে ‘সংগীত শিক্ষক’ পদ পুনর্বহালের দাবিতে রাবিতে প্রতিবাদ কর্মসূচি

ক্যাম্পাস প্রতিনিধি, রাবি
প্রকাশিত নভেম্বর ৬, ২০২৫, ১৪:৪৪ অপরাহ্ণ
প্রাইমারিতে ‘সংগীত শিক্ষক’ পদ পুনর্বহালের দাবিতে রাবিতে প্রতিবাদ কর্মসূচি
সংবাদটি শেয়ার করুন....

‎রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রাথমিক বিদ্যালয়ে ‘সংগীত’ বিষয়ের শিক্ষক পদ পুনর্বহালের দাবিতে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন সংগীত বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুর সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন সামনে  এ কর্মসূচি পালন করে বিভাগের শিক্ষার্থীরা।


‎ সংগীত বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জাহিন বিশ্বাস এশা বলেন, আমরা আজকের কর্মসূচি দিয়েছি, আমাদের যুক্তিগত খাতিরে প্রাথমিকের সংগীত শিক্ষক পদ পূর্ণ নিয়োগ বহাল চাই। আমরা জানি যে সংগীত শিক্ষা বা শারিরীক শিক্ষা শিশুদের শারিরীক বিকাশ,মননের বিকাশ, মানসিক স্বাস্থ্য বিকাশের জন্য  অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং প্রাথমিকে যদি এ বিষয়টি অন্তর্ভুক্ত করা যায়। তাহলে আমি মনে করি যে শিশুরা ছোট থেকে এই ধরণে সৃজনশীলতা, মননশীলতা নিয়ে বড় হবে। আমরা যখন বিশ্ববিদ্যালয়ের এসে সংগীত নিয়ে পড়ি তখন মনে হয় যে বিষয়টা কতটা কঠিনের মতো, যদি আমরা আগে থেকে পড়া রাখতাম বা ধারনা থাকতো তাহলে কত ভালো হতো। তাই আমরা চাই যে যুক্তিক বিষয়ে সংগীত শিক্ষক পদে যে বিজ্ঞপ্তি এসেছিল সেটি আবার পূরণ বহাল করা হোক।

‎তিনি আরো বলেন, আজকে আমাদের প্রথম দিন আজকে বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে শুরু করেছি এবং ভিসি’র স্যারের মাধ্যমে শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারক লিপি প্রদান করবো। এবং পরবর্তীতে আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবো ‎সংগীত বিভাগের শিক্ষার্থী অনিক মল্লিকা বলেন – “সংগীতকে মানুষের আত্মার খোরাক, যা মানুষের চেতনাকে বৃদ্ধি করে। অনতিবিলম্বে এই প্রজ্ঞাপন বাতিলের দাবি জানাচ্ছি।”


‎উল্লেখ্য, গত রবিবার ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিধিমালা-২০২৫’ সংশোধন করে প্রাথমিক বিদ্যালয়ের সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ের সহকারী শিক্ষক পদ বাতিল করা হয়।