
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের জন্য কেন্দ্রীয় প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ কমিটি গঠন করেছে সরকার। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় রবিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
কমিটি গঠনের পটভূমি
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫ এর বিধি ৮-এর আলোকে সহকারী শিক্ষক পদে নিয়োগের সুপারিশ করার জন্য এই কেন্দ্রীয় কমিটি গঠন করা হলো।
কমিটির নেতৃত্ব ও সদস্যবৃন্দ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে চেয়ারম্যান করে কমিটির সদস্যরা হলেন: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিদ্যালয়), প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (রাজস্ব), উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (বিদ্যালয়-২), জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিনিধি (উপসচিবের নীচে নয়), সরকারি কর্ম কমিশনের প্রতিনিধি, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি ও অপারেশন) সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
কমিটির কার্যক্রম কমিটি প্রযোজ্য বিধিবিধান অনুসরণ করে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবে। গত ২৮ আগস্ট প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫’ প্রজ্ঞাপন জারি করা হয়েছিল।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর