নিজস্ব প্রতিবেদক:ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খন্দকার মাহবুব আলম দৈনিক ভোরকে বলেন, প্রায় চার হাজার কোটি টাকার অধিক ব্যয়ে ১৮ টি ওয়ার্ডের উন্নয়ন কর্মকাণ্ড চলমান, ২০২৬ সালের মধ্যে চলমান কর্মকাণ্ড শেষ হলে এর সুফল নগরবাসী পাবে। তিনি বলেন,একনেক অনুমোদিত প্রকল্পটি ২০২৩ সালে ডিসেম্বরে প্রথম মেয়াদ শেষ হয়।পরে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত মেয়াদ বৃদ্ধি এবং পরবর্তীতে ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত আবার মেয়াদ বৃদ্ধি হয়। ডিএনসিসির উন্নয়ন কর্মকাণ্ড ধীরগতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, অর্থায়নের বিষয়ে ধীরগতি বলে উন্নয়ন কর্মকাণ্ড পরিপূর্ণ চলমান রাখতে কিছুটা ব্যাঘাত ঘটছে। এছাড়া বিগত সরকারের আমলে অপ্রয়োজনীয় ব্যয় কমানোর কারণে ল্যান্ড রেগুলেশন এর অর্থ এখন পর্যন্ত ছাড় হয়নি। তবে এ বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন পর্যায়ে আলোচনা হয়েছে, অচিরেই এ বিষয়ে পজিটিভ সিদ্ধান্ত আসবে। ভৌত অবকাঠামো উন্নয়নে যে অর্থ বরাদ্দ পাচ্ছি, সে অর্থ দিয়েই উন্নয়ন কাজ চলমান রয়েছে।
তত্ত্বাবধায়ক প্রকৌশলী খন্দকার মাহবুব আলম বলেন, ১৮ টি ওয়ার্ড নিয়ে গঠিত প্রকল্পের ডিপিপি অন্তর্ভুক্ত সমস্ত স্কিম গুলোই বাস্তবায়িত হবে, তবে এর বাইরে যে সমস্ত স্কিম রয়েছে সেগুলো এই প্রকল্পের অন্তর্ভুক্ত অথবা ডিএনসিসির নিজস্ব অর্থায়নে স্কিম তৈরি করে তা বাস্তবায়ন করা হবে। তিনি আরো উল্লেখ করে বলেন, এই প্রকল্পের ৫০%পার্সেন্ট কাজ সম্পন্ন হয়েছে। বাকি কাজগুলো পরবর্তী মেয়াদ বৃদ্ধির সময়সীমার মধ্যেই সম্পন্ন হবে বলে আমি আশাবাদী।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর