আজ ফাগুনের শুরু। এর হাওয়া বইছে অমর একুশে বইমেলাজুড়ে। ফাগুনের এক দিন আগেই গতকাল বৃহস্পতিবার হলুদ শাড়ি আর পাঞ্জাবিতে শোভিত হয়ে মেলায় এসেছেন তরুণ-তরুণীরা। ফাগুনের হাওয়া আর বইয়ের গন্ধ মিশে অনন্য আবহ তৈরি হয় বইমেলায়। বইপ্রেমী, লেখক, প্রকাশক ও পাঠকদের জন্য এটি শুধু একটি মেলা নয়, বরং বাংলা সাহিত্যের সবচেয়ে বড় উৎসব।
মূলধারার প্রকাশনাগুলোর পাশাপাশি এখানে এক বিশেষ জায়গা দখল করে নেয় লিটলম্যাগ চত্বর—যেখানে বিকশিত হয় সাহিত্যের বিকল্প ধারা, নতুন ভাবনা, স্বাধীন চেতনা ও পরীক্ষামূলক সাহিত্যচর্চা।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর