ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল জেলার ছয়টি আসনে প্রার্থী ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজ রবিবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন দলের বরিশাল জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শরীফ মুহাম্মদ আবুল কালাম আজাদ।
সূত্রমতে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ (সদর) ও বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম প্রতিদ্বন্ধীতা করবেন।
এছাড়া বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ-কাজিরহাট) আসনে দলের সহকারী মহাসচিব মুফতী সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের।
বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম।
বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় সভাপতি আলহাজ মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দীন।
বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মুহাম্মাদ রাসেল সরদার মেহেদী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্ধীতা করবেন।
তবে ইতোমধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ থেকে পিআর পদ্ধতিতে নির্বাচনের আয়োজন এবং ইসলামপন্থি দলগুলোর মধ্যে সমঝোতা নিয়ে রাজনৈতিক মহলে ওঠা জল্পনা-কল্পনার ব্যাপারে দলটির সিনিয়র এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিষয়গুলো এখনও ক্লিয়ার হয়নি। তাই মাঠগুছিয়ে রাখতে প্রার্থী ঘোষনা করা হয়েছে।