
পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী, তার মা ও ফুফার নামে নামকরণ করা প্রতিষ্ঠানগুলোর নাম শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তে পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছে বরিশাল শিক্ষা বোর্ড। এ বিষয়ে একটি নোটিশও জারি করা হয়েছে।
বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী জানান, মন্ত্রণালয় থেকে তালিকা চাওয়া হলে তা পাঠানো হয় এবং সেই অনুযায়ী প্রতিষ্ঠানগুলোর নাম পরিবর্তন করা হয়েছে।
নতুন নাম অনুযায়ী বরিশাল নগরীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সরকারি কলেজের নাম পরিবর্তন করে রাখা হয়েছে কাউনিয়া সরকারি কলেজ। মেহেন্দিগঞ্জ উপজেলার দেশরত্ন শেখ হাসিনা মহাবিদ্যালয়ের পরিবর্তে নামকরণ করা হয়েছে আলিমাবাদ সরকারি মহাবিদ্যালয়। আগৈলঝাড়া উপজেলার শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সরকারি ডিগ্রি কলেজের পরিবর্তে নাম হয়েছে আগৈলঝাড়া সরকারি ডিগ্রি কলেজ। পিরোজপুরের নাজিরপুর উপজেলার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহিলা মহাবিদ্যালয়ের পরিবর্তিত নাম হয়েছে নাজিরপুর সরকারি মহিলা কলেজ এবং ভোলার সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজ এখন থেকে পরিচিত হবে ভোলা সরকারি মহিলা কলেজ নামে।
চেয়ারম্যান আরও জানান, আগামী রোববার ২২ জুনের মধ্যে এসব প্রতিষ্ঠানে নোটিশ পাঠিয়ে বিষয়টি জানিয়ে দেওয়া হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর