
বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কঠোর তদারকি ও দায়িত্বশীল ব্যবস্থাপনার মাধ্যমে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে শুরু হয়েছে ২০২৫ সালের এইচএসসি (সমমান) পরীক্ষা।
বিগত বছরের তুলনায় এবার পরীক্ষার শৃঙ্খলা ও স্বচ্ছতা রক্ষায় গ্রহণ করা হয়েছে নজিরবিহীন কঠোর ব্যবস্থা। নগর থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের কলেজগুলোতেও কঠোর নিয়ম অনুসরণ করে পরীক্ষা পরিচালিত হচ্ছে। ফলে পরীক্ষার্থীরা কোনো ধরনের অসদুপায় বা অবৈধ সুবিধা গ্রহণের সুযোগ পাচ্ছে না।
পরীক্ষা শুরুর দিন থেকেই মাঠে সক্রিয় রয়েছেন বোর্ড চেয়ারম্যান অধ্যাপক ইউনুস আলী সিদ্দিকী। তিনি নিজে বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখছেন, নিয়মিত মনিটরিং করছেন এবং সংশ্লিষ্টদের নির্দেশনা দিচ্ছেন।
পরীক্ষার প্রথম দিন (বৃহস্পতিবার, ২৬ জুন) তিনি বরিশাল নগরীর ১২টি কেন্দ্র পরিদর্শন করেন। এর মধ্যে ছিল—বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বেগম তফাজ্জল হোসেন মানিক মিয়া মহিলা কলেজ, বরিশাল সরকারি মহিলা কলেজ, অমৃত লাল দে মহাবিদ্যালয়, বরিশাল ইসলামিয়া কলেজ, সিটি কলেজ ও সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ।
পরীক্ষার পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে একাধিক অভিভাবক বলেন, “এমন পরিবেশেই আমাদের সন্তানেরা প্রকৃত মেধা দিয়ে পরীক্ষা দিতে পারছে, যা ভবিষ্যতের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে। আমরা শিক্ষাবোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞ।”
এ বিষয়ে বোর্ড চেয়ারম্যান অধ্যাপক ইউনুস আলী সিদ্দিকী বলেন, “এইচএসসি পরীক্ষা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে সম্পন্ন করতে আমরা সর্বাত্মক চেষ্টা করছি। সংশ্লিষ্ট সবাই কঠোরভাবে দায়িত্ব পালন করছেন। স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা গ্রহণ, মাস্ক পরিধানসহ অন্যান্য নির্দেশনা নিশ্চিত করা হয়েছে।”
তিনি আরও জানান, শেষ দিন পর্যন্ত প্রতিটি কেন্দ্রেই কঠোর নজরদারি ও ধারাবাহিক পরিদর্শনের মাধ্যমে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর