পাকিস্তানের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদার করতে দেড় দশক ধরে অচল থাকা বাংলাদেশ-পাকিস্তান জয়েন্ট ইকোনমিক কমিশন পুনরায় কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
বাণিজ্য উপদেষ্টা বলেন, পাকিস্তানের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে খুবই ফলপ্রসূ আলোচনা হয়েছে। জয়েন্ট ইকোনমিক কমিশন পুনরায় চালু করার পাশাপাশি একটি নতুন Trade and Investment Commission গঠনের বিষয়েও কথা হয়েছে।
তিনি জানান, দুই দেশ যৌথভাবে কিংবা বিদেশি বিনিয়োগের মাধ্যমে মধ্যবর্তী (ইন্টারমেডিয়েট) পণ্য উৎপাদন করলে উভয় দেশেরই লাভ হবে।
এসময় তিনি উল্লেখ করেন, পাকিস্তান বর্তমানে বাংলাদেশের হাইড্রোজেন পার অক্সাইড আমদানির ওপর অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপ করেছে, সেটি প্রত্যাহারের অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের চামড়া ও চিনি শিল্পের উন্নয়নে পাকিস্তানের সহযোগিতা চাওয়া হয়েছে।
বশিরউদ্দীন বলেন, এক সময় পাকিস্তান বাংলাদেশ থেকে এক কোটি কেজি চা শুল্কমুক্ত সুবিধায় আমদানি করতো। আমরা সেই সুবিধা পুনর্বহালের জন্য অনুরোধ জানিয়েছি।
তিনি আরও বলেন, বাংলাদেশ প্রতিবছর প্রায় ৮০ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করে, যার মধ্যে ১৫ বিলিয়ন ডলারের খাদ্য ও ইন্টারমেডিয়েট পণ্য। এ খাতে দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়ানোর সম্ভাবনা আছে। এজন্য নতুন কমিশনের মাধ্যমে বিস্তারিত খতিয়ে দেখা হবে।
এছাড়া কৃষি, খাদ্যপণ্য, ফলমূল আমদানি-রপ্তানি ও চিনি উৎপাদনে সক্ষমতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান বাণিজ্য উপদেষ্টা। তিনি বলেন, পাকিস্তানের পক্ষ থেকে এসব প্রস্তাব ইতিবাচকভাবে গ্রহণ করা হয়েছে।
বাংলাদেশ পাকিস্তানের দিকে ঝুঁকছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, "আমরা সবার দিকে ঝুঁকছি—পাকিস্তান, যুক্তরাষ্ট্র, ভারতসহ যেখানেই দেশের স্বার্থ আছে, সেখানেই আমাদের অগ্রাধিকার।"
বাণিজ্য সচিব মাহবুবর রহমান বলেন, দীর্ঘদিন পাকিস্তানের সঙ্গে তেমন বাণিজ্য হয়নি। তবে খাদ্য ও পাথরসহ নানা পণ্য প্রতিযোগিতামূলক দামে পাকিস্তান থেকে আমদানি করা সম্ভব হলে কোনো সমস্যা নেই। একই সঙ্গে রপ্তানি বৃদ্ধিতেও গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি বলেন, বর্তমানে পাকিস্তান থেকে আমদানি বেশি হলেও রপ্তানি কম হয়, কিন্তু রপ্তানি বাড়াতে পারলে দেশের জন্য তা মঙ্গলজনক হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর