
‘জুলাই অভ্যুত্থান’ স্মরণে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে প্রস্তাবিত ‘এক মিনিট ইন্টারনেট ব্ল্যাকআউট’ কর্মসূচি বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার। বিষয়টি নিশ্চিত করেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “জুলাই কোমেমোরেশন প্রোগ্রামের একটি কর্মসূচি নিয়ে আমাদের শুরু থেকেই কিছুটা দ্বিধা ছিল। একটি মাত্র কর্মসূচি আমরা একাধিকবার বাদ দিয়েছি, আবার যুক্ত করেছি। আমাদের অনেকেই মনে করছিলেন, ‘এক মিনিট ইন্টারনেট ব্ল্যাকআউট’ সম্ভবত তেমন একটা ভালো আইডিয়া নয়।”
তিনি আরও জানান, পরবর্তীতে বিষয়টি নিয়ে দলে আলোচনা হয় এবং জনগণের প্রতিক্রিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে কর্মসূচিটি বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ফারুকী লেখেন, “আমরা নিজেদের মধ্যে দ্রুত সভা করে সিদ্ধান্ত নিয়েছি—এক মিনিট প্রতীকী ইন্টারনেট ব্ল্যাকআউট কর্মসূচি থাকছে না। সংশোধিত স্লাইড শেয়ার করা হচ্ছে। এর বাইরে সব কর্মসূচি অপরিবর্তিত থাকছে। লেটস রিকানেক্ট, রিগ্রুপ অ্যান্ড রিইগনাইট দ্য ভেরি জুলাই ফায়ার।”
এর আগে গত ২৪ জুন অন্তর্বর্তী সরকার ‘জুলাই স্মৃতি উদযাপন অনুষ্ঠানমালা’ নামে ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত মাসব্যাপী কর্মসূচির ঘোষণা দেয়। সেই ঘোষণায় উল্লেখ করা হয়, ১৮ জুলাই আওয়ামী লীগ সরকারের সময়ে ইন্টারনেট শাটডাউনের প্রতিবাদে এক মিনিটের প্রতীকী ‘ইন্টারনেট ব্ল্যাকআউট’ পালন করা হবে।
কিন্তু এই কর্মসূচিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক ও প্রশ্ন উঠলে সরকার তা পুনর্বিবেচনা করে বাতিলের সিদ্ধান্ত নেয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর