বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনীত প্রার্থীদের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা, হানাহানি, রাস্তা অবরোধসহ জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডে যুবদল নেতাকর্মীদের সম্পৃক্ত থাকার কিছু তথ্য কেন্দ্রীয় নির্বাহী কমিটির নজরে এসেছে। এসব কর্মকাণ্ড সংগঠনের নীতি, আদর্শ ও শৃঙ্খলার স্পষ্ট লঙ্ঘন হিসেবে গণ্য করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এটি চূড়ান্ত সতর্কবার্তা—যুবদল নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হচ্ছে সংগঠনের নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ড থেকে বিরত থাকতে। একইসঙ্গে বিএনপির মনোনীত ২৩৭ জন প্রার্থীর প্রত্যেকের পক্ষে নিজ নিজ আসনে কাজ করে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে প্রমাণ পাওয়ামাত্রই সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।