• ৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

বিচারের উদ্দেশ্যে শেখ হাসিনাকে ফেরতের দাবিতে বাড্ডায় সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশিত আগস্ট ৬, ২০২৫, ১৩:২৩ অপরাহ্ণ
বিচারের উদ্দেশ্যে শেখ হাসিনাকে ফেরতের দাবিতে বাড্ডায় সড়ক অবরোধ
সংবাদটি শেয়ার করুন....

শেখ হাসিনার বিচারের উদ্দেশ্যে বাংলাদেশে ফিরিয়ে আনার দাবিতে রাজধানীর বাড্ডা এলাকায় সড়ক অবরোধ করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)। আজ বুধবার (৬ আগস্ট) সকাল ১১টার দিকে সড়ক অবরোধ করে বিক্ষোভে অংশ নেন দলটির নেতাকর্মীরা।

এর আগে সকাল ১০টার দিকে জাতীয় প্রেস ক্লাব থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের উদ্দেশ্যে রওনা দেয়।

তবে গুলশান-বাড্ডা লিংক রোড এলাকায় পুলিশ তাদের আটকে দিলে জাগপার নেতাকর্মীরা সেখানেই সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন।

পুলিশের অনুরোধে জাগপা ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি স্থগিত করে। পরে দুপুর ১২টার দিকে তারা সড়ক ছেড়ে দেয়।

গত ৩০ জুন শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার প্রতিবাদ এবং তাকে ফেরতের দাবিতে ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচির ঘোষণা দিয়েছিল জাগপা।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেন।