• ৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৩শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

বিজয় র‌্যালির কারণে রাজধানীতে যানজট

দুঃখ প্রকাশ বিএনপির

নিজস্ব প্রতিবেদক,ঢাকা
প্রকাশিত আগস্ট ৭, ২০২৫, ১৩:১৮ অপরাহ্ণ
বিজয় র‌্যালির কারণে রাজধানীতে যানজট
সংবাদটি শেয়ার করুন....

বিএনপির বিজয় র‌্যালির সময় রাজধানীর বিভিন্ন সড়কে যানজট সৃষ্টি হওয়ায় ঢাকাবাসীকে যে দুর্ভোগ পোহাতে হয়েছে, সে বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বুধবার (৬ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ দুঃখ প্রকাশ করেন।

রিজভী বলেন, গত বছর জুলাই-আগস্টে ছাত্র ও জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদের পতন ঘটে। গতকাল মঙ্গলবার (৫ আগস্ট) ছিল সেই পতনের এক বছর পূর্তি। এই উপলক্ষে ৬ আগস্ট বিএনপির আয়োজনে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শাহবাগ পর্যন্ত বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিতে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি ছিল। এর ফলে রাজধানীর সড়কে যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ মানুষকে কিছু সময়ের জন্য ভোগান্তিতে পড়তে হয়।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এই র‌্যালির কারণে ঢাকাবাসীর যে অনাকাঙ্ক্ষিত কষ্ট হয়েছে, তার জন্য বিএনপি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।