যশোরের শার্শা উপজেলার বেনাপোল পৌর এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদ” এর পক্ষ থেকে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ অক্টোবর) দিনব্যাপী আয়োজিত এ কর্মসূচিতে প্রায় ২০০টি বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। বিকাল ৩টা থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি মো. আজিজুল হক (সময় টিভি) এবং সাধারণ সম্পাদক মো. আইয়ুব হোসেন পক্ষী (আনন্দ টিভি)।
গাছের চারা বিতরণ করা হয়—বেনাপোল বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, মা ফাতেমা (রা.) মহিলা মাদরাসা, বেনাপোল দারুল উলুম কওমী মাদরাসা, বেনাপোল জামিয়া ইসলামিয়া লতিফা ইয়াসিন কওমী মাদরাসা ও এতিমখানায়।
সন্ধ্যায় হোটেল সানরুপে আয়োজিত আলোচনা সভায় সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও সাংবাদিকদের কল্যাণমূলক কার্যক্রম নিয়ে মতবিনিময় করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন “শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদ”-এর সিনিয়র সহ-সভাপতি মো. আশানুর রহমান আশা, সহ-সভাপতি মো. মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. এনামুল হক, প্রচার সম্পাদক মো. আব্দুর গফফার ছন্দ, দপ্তর সম্পাদক মো. আনিছুর রহমানসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
আয়োজকরা জানান, সাংবাদিকরা শুধু কলমের মাধ্যমেই নয়, সমাজ ও পরিবেশের উন্নয়নেও ভূমিকা রাখতে চান। এ ধরণের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তারা।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর