• ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

বিমানবন্দর, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ হেডকোয়ার্টার্স ও উত্তরা পূর্ব থানা পরিদর্শনকালে

মনির হোসেন জীবন
প্রকাশিত জুলাই ৭, ২০২৫, ০২:৪৮ পূর্বাহ্ণ
বিমানবন্দর, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ হেডকোয়ার্টার্স ও উত্তরা পূর্ব থানা পরিদর্শনকালে
সংবাদটি শেয়ার করুন....

দেশে কোন ধরনের জঙ্গিবাদ নেই — স্বরাষ্ট্র উপদেষ্টা

দেশে কোন ধরনের জঙ্গিবাদ নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল
(অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী।

মব জাস্টিস কখনোই কাম্য না উল্লেখ করে তিনি বলেন, যারা মব জাস্টিস সহিংসতা- বিশৃঙ্খলা তৈরি করে তাদেরকে আইনের আওতায় আনা হবে এবং এবিষয়ে কাউকে কোন ধরনের ছাড় দেয়া হবে না।

স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা বলেন, বাংলাদেশে জঙ্গিবাদের কোন অবস্থান নাই, আপনাদের সহযোগীতায় জঙ্গিবাদ নির্মূল করা হয়েছে। এদেশে কোন ধরনের জঙ্গিবাদ নাই। গেছে ১০ মাসে জঙ্গিবাদের “ইনফরমেশন” কেউ দিতে পেরেছেন? আগে এ দেশে জঙ্গিবাদ ছিল, আপনারা ‘ ‘ ইনফরমেশন ‘ দিয়েছিলেন, এখন জঙ্গি নাই তাই আপনারা দেন না।

আজ রোববার (৬ জুলাই) বেলা ১১টায় ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো ভিলেজ পরিদর্শন এবং দুপুরে রাজধানীর উত্তরায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ হেডকোয়ার্টার্স ও উত্তরা পূর্ব থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন এক্সপোর্ট টার্মিনাল স্থাপনের মাধ্যমে কীভাবে বিভিন্ন ধরনের পণ্য রপ্তানি করা যায় সেটা নিয়ে চিন্তাভাবনা করা হচ্ছে বলে জানান স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা।

এ সময় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের প্রধান ও অতিরিক্ত আইজিপি গাজী জসিম উদ্দিনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো: মুহিদুল ইসলামসহ ডিএমপি’র উত্তরা বিভাগের পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ওসি ও পুলিশ সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।

পরে আজ সকাল সাড়ে ১১ টার দিকে স্বরাষ্ট্র উপদেষ্টা রাজধানীর উত্তরা ৪ নং সেক্টরে অবস্থিত ইন্ডাস্ট্রিয়াল পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শন করেন। এ সময় তিনি ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সদস্যদের বেতন ভাতা, সুখ দুঃখ, চিকিৎসা সেবা ও খাবারের খোঁজ খবর নিয়ে উপস্থিত সাংবাদিকদের বলেন, পুলিশ সদস্যদের পেশাগত মানোন্নয়নে সরকার যথেষ্ট আন্তরিক। এছাড়া ও একই দিন দুপুরে উত্তরা পূর্ব থানা পরিদর্শন করে পুলিশ সদস্যদের মাথায় হাত বুলিয়ে তাদের খোঁজ খবর নেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

পরিদর্শন কালে তিনি মাঠ পর্যায়ে পুলিশের (তাদের) সুখ দুঃখের কথা শোনেন, তাদের চিকিৎসা ও আবাসন নিয়ে কথা বলেন। তিনি আরও বলেন, আমি এর আগে এসে দেখেছিলাম উত্তরা পূর্ব থানায় বাথরুম সমস্যা ছিলো। আজ এসে দেখি আগের সেই সমস্যা নেই। সব শেষে পুলিশ সদস্যদের রান্না ঘর পরিদর্শন করে নিজ হাতে মাংশ নাঁড়া চাড়া করেন
স্বরাষ্ট্র উপদেষ্টা।

জঙ্গিবাদ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (তিনি) বলেন, এদেশে কোন জঙ্গি নেই।

জঙ্গিবাদে জড়িত সন্দেহে মালয়েশিয়ায় বাংলাদেশি আটক তিনজনকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে প্রশ্ন (জিজ্ঞেস) করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যাদের ফেরত পাঠানো হয়েছে তাঁদের মূল সমস্যা ছিলো ওনাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। আমরা মালয়েশিয়া সরকারের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করছি। বিষয়টি তদন্ত করে দেখা হবে।

মব জাস্টিস নিয়ে সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মব জাস্টিস কখনোই কাম্য না, যারা মব জাস্টিস তৈরি করে তাদেরকে আইনের আওতায় আনা হবে, যারা মব জাস্টিস করবে শুধু ” ইনফরমেশন” দিবেন।

মব সহিংসতার ঘটনায় জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অপরাধী যতই শক্তিশালী হোক না কেন, তাকে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

আগের তুলনায় মব সহিংসতার ঘটনা কমলেও সম্প্রতি কিছু এলাকায় তা আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে উল্লেখ করে তিনি বলেন, বরাবরের মতোই এ বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে। রংপুরের একটি ঘটনায় ইতোমধ্যে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি।

জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্বাচনের পরিবেশ তৈরির দায়িত্ব শুধু আইনশৃঙ্খলা বাহিনীর নয়। নির্বাচন কমিশন, প্রশাসন ও রাজনৈতিক দলগুলোকেও প্রস্তুত থাকতে হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। সরকার সব দলের অংশগ্রহণে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সর্বাত্মক সহযোগিতা করবে।

ইন্ডাস্ট্রিয়াল পুলিশের জনবল ঘাটতি (সংকটের) কথা উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের শিল্প ও কলকারখানার সংখ্যা বেড়ে যাওয়ায় এই বাহিনীর সক্ষমতা বাড়ানো এখন সময়ের দাবি। শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষসহ বিভিন্ন সংকট মোকাবিলায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ নিরলসভাবে কাজ করছে। এ বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে সরকার কাজ শুরু করেছে।