
বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফের বিন আবিয়া।
রবিবার (১৭ আগস্ট) বিমানবাহিনী সদর দপ্তরে তাদের এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিমানবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি জানানো হয়েছে।
সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশল বিনিময় ছাড়াও দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা বাড়াতে কারিগরি সহায়তার নানা দিক নিয়ে আলোচনা করেন।
এ সময় প্রবাসী বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের ব্যাপক সুযোগ তৈরি করার জন্য বিমানবাহিনী প্রধান সৌদি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, দুই দেশের বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ভবিষ্যতেও অটুট থাকবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর