
দীর্ঘ ১৮ বছরের পর অবশেষে আইপিএল শিরোপা জয়ের স্বাদ চেখেছেন ভারতের ক্রিকেট তারকা বিরাট কোহলি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক হিসেবে প্রথমবারের মতো ২০২৫ সালের আইপিএল ট্রফি ঘরে তুলে নেন কোহলি।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ফাইনালে পাঞ্জাব কিংসকে ৬ রানে পরাজিত করে শিরোপা জয়ের স্বপ্ন পূরণ করে বেঙ্গালুরু দল। ম্যাচে কোহলি ৩৫ বলে ৪৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন, যা দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যায়।
ম্যাচ শেষে আবেগে আপ্লুত কোহলি মাটিতে লুটে পড়েন এবং সেই মুহূর্তে সতীর্থরা তাকে ঘিরে ধরে উল্লাস করে। প্রায় ৯১,০০০ দর্শকের গর্জনমুখর উপস্থিতিতে সেই দৃশ্য যেন এক মহাকাব্যের গৌরবময় সমাপ্তির মতো মনে হয়।
৩৬ বছর বয়সী এই ব্যাটিং কিংবদন্তি ম্যাচ পরবর্তী সাক্ষাৎকারে তার সাফল্যের পেছনের ত্যাগ, কঠোর পরিশ্রম ও মানসিক দৃঢ়তার কথা তুলে ধরেন। বিশেষ করে স্ত্রী আনুশকা শর্মা এবং পরিবারের অবদানের কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন কোহলি।
তিনি বলেন, “মাঠে আমি খুব কমই কাঁদি, কিন্তু আজ নিজেকে সামলে রাখা কঠিন ছিল। গত ১৮ বছর ধরে আমি যা কিছু করেছি — আমার পুরো যৌবন, সেরা সময় — সবকিছুই এই দলের জন্য উৎসর্গ করেছি।”
কোহলি আরও জানান, “আমার স্ত্রী আনুশকা এই যাত্রার অংশ হিসেবে ১১ বছর ধরে আমার সঙ্গে রয়েছেন। তিনি দেখেছেন আমার মনের ভাঙন, ওঠাপড়া ও আবেগের দোলাচল। আমার মা, ভাই, কোচরা এই ১৮ বছরের পথচলা সঙ্গী হয়েছেন। তাদের অব্যাহত সমর্থন ছাড়া আমি আজকের এই সাফল্য অর্জন করতে পারতাম না।”
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর