• ২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্ববাজারে বেড়েছে ভোজ্যতেলের দাম

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত আগস্ট ১৭, ২০২৫, ১৩:১৩ অপরাহ্ণ
বিশ্ববাজারে বেড়েছে ভোজ্যতেলের দাম
সংবাদটি শেয়ার করুন....

বিশ্ববাজারে ভোজ্যতেলের দামে আবারও ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে। সয়াবিন বীজ, পাম তেল ও সূর্যমুখী তেলের দাম বেড়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সানফ্লাওয়ার ও পাম তেলের দাম আরও বাড়তে পারে। তবে ক্যানোলা তেলের দাম কমেছে।

ট্রেড ইকোনোমিকসের তথ্যানুযায়ী, শনিবার (১৬ আগস্ট) সকালে প্রতি বুশেল সয়াবিন বীজ বিক্রি হয়েছে ১ হাজার ২২ ডলার ৭৫ সেন্টে, যা এক মাসের ব্যবধানে প্রায় ১ শতাংশ বেশি। অপরদিকে, পাম তেলের দাম মাস ব্যবধানে প্রায় ৭ শতাংশ বেড়ে প্রতি টন দাঁড়িয়েছে ১ হাজার ৭২ ডলার ১৬ সেন্টে। আর সূর্যমুখী তেল প্রতি টন বিক্রি হচ্ছে ৮২ ডলারে।

সপ্তাহে ২ দশমিক ৩৬ শতাংশ এবং মাসে ৫ দশমিক ৮৭ শতাংশ সূর্যমুখী তেলের দাম বেড়েছে। তবে ক্যানোলা তেলের দাম নিম্নমুখী। সর্বশেষ তথ্যমতে, মাস ব্যবধানে ২ দশমিক ৩১ শতাংশ কমে বর্তমানে প্রতি টন ক্যানোলা তেল বিক্রি হচ্ছে ৪৭৭ ডলার ৫৯ সেন্টে।

এদিকে, বিশ্ববাজারে জ্বালানি তেলের দামও বেড়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দাম প্রায় ২ শতাংশ বাড়ায় এটি এক সপ্তাহের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রের সুদের হার কমার সম্ভাবনা এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক ঘিরে তৈরি হওয়া উত্তেজনার প্রভাবেই এ বৃদ্ধি ঘটেছে।

ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে ব্যারেলপ্রতি দাঁড়িয়েছে ৬৬ দশমিক ৮৪ ডলারে, যা ১ দশমিক ২১ ডলার বা ১ দশমিক ৮ শতাংশ বেশি। অন্যদিকে, মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) বেড়ে ব্যারেলপ্রতি ৬৩ দশমিক ৯৬ ডলারে লেনদেন শেষ করেছে, যা ১ দশমিক ৩১ ডলার বা ২ দশমিক ১ শতাংশ বেশি।