অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় একই পরিবারের ৫ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২২ অক্টোবর) ভোরে বেনাপোল সীমান্তের সাদিপুর গ্রামের আবু হাসানের আমবাগান এলাকা থেকে তাদের আটক করা হয়।
বেনাপোল আইসিপি কোম্পানি কমান্ডার সুবেদার মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—সীমান্তের মেইন পিলার ১৯/১-এস থেকে প্রায় ১০০ গজ ভেতরে সাদিপুর গ্রামের একটি আমবাগানে কয়েকজন বাংলাদেশি ভারতে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে। খবর পেয়ে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে একই পরিবারের ৫ জনকে আটক করে।
আটককৃতরা হলেন—রঞ্জন বাড়ৈ (৩৮), তার স্ত্রী কনিকা বাড়ৈ (২৮), মেয়ে রিতিকা বাড়ৈ (১৪), ছেলে রাজু বাড়ৈ (১২) ও রিপা বাড়ৈ (১২)। তারা সবাই বরিশাল জেলার বানাইপাড়া থানার বিসারকান্দি গ্রামের বাসিন্দা।
বিজিবি জানায়, আটককৃতরা পাসপোর্ট ও ভিসা ছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রমের প্রস্তুতি নিচ্ছিলেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দায়ের করে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য, বেনাপোল সীমান্ত দিয়ে প্রায়ই এ ধরনের অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ ও বাংলাদেশে ফেরার ঘটনা ঘটে থাকে। বিজিবি সীমান্ত এলাকায় নজরদারি ও টহল জোরদার করেছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর