বাংলাদেশের প্রধান স্থলবন্দর বেনাপোলে ভারত থেকে আসা ১৫টি ভারতীয় পণ্যবাহী ট্রাক গত চার বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। ২০১৯ সালে পণ্য খালাস শেষে আইনি ও প্রশাসনিক জটিলতায় আটকে থাকা এসব ট্রাকের কিছু রয়েছে বন্দরের মূল সড়কে, আবার কিছু কাস্টম হাউসের ভেতরে। এত দীর্ঘ সময় ধরে ট্রাকগুলো অপসারণ না হওয়ায় বন্দরের স্বাভাবিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
প্রতিদিন শত শত আমদানি-রপ্তানি ট্রাক বন্দরে প্রবেশ ও বের হয়। কিন্তু সড়কে ফেলে রাখা এসব ট্রাকের কারণে নিয়মিত যানজট তৈরি হচ্ছে। বন্দর সংশ্লিষ্টরা জানিয়েছেন, বছরের পর বছর অরক্ষিত অবস্থায় পড়ে থাকা এই যানবাহনগুলো নিরাপত্তা ঝুঁকিও বাড়াচ্ছে।
স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, দীর্ঘসূত্রিতা ও কর্তৃপক্ষের অবহেলার কারণে সমস্যার সমাধান হচ্ছে না। এতে ব্যবসা-বাণিজ্যে দেরি হচ্ছে, সময় ও অর্থ—দুটোই নষ্ট হচ্ছে।
বেনাপোল কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রাকগুলো নিয়ে আইনি প্রক্রিয়া এখনও চলমান। মামলা ও প্রশাসনিক জটিলতা নিষ্পত্তি হলে সেগুলো ভারত ফেরত পাঠানো বা নিলামের মাধ্যমে সমাধান করা হবে।
দীর্ঘদিন রোদ-বৃষ্টিতে পড়ে থেকে ট্রাকগুলো মরিচা ধরে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আশপাশে আবর্জনা জমে পরিবেশও নষ্ট হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, দ্রুত ব্যবস্থা না নিলে দেশের প্রধান স্থলবন্দর হিসেবে বেনাপোলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হবে।
ভোর/রিপন/আইটি