আজ শনিবার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টা ৩০ মিনিটের সময় বেনাপোল কাস্টম হাউজ গেটের সামনে সিএন্ডএফ কর্মচারী, ট্রান্সপোর্ট কর্মচারী ও ট্রাকচালকরা বিক্ষোভ করেছেন।
জানা যায়, ভারত থেকে আমদানিকৃত পণ্য কাস্টমস প্রক্রিয়া শেষে ট্রাকে লোড হওয়ার পর পরিবহন কর্তৃপক্ষ নিরাপত্তার স্বার্থে ট্রাকে সিকিউরিটি লক লাগায়। এতে করে বন্দর এলাকা থেকে ট্রাক বের হওয়ার পর কেউ অবৈধ মালামাল উঠাতে না পারে। কিন্তু কাস্টম হাউজ গেটের সামনে বিজিবির বাঁশকলে দায়িত্বপ্রাপ্ত সদস্যরা ট্রাকের সিকিউরিটি লক খুলতে বলেন। এসময় ট্রান্সপোর্ট ও সিএন্ডএফ কর্মচারীরা আপত্তি জানান এবং লক কাটতে অস্বীকৃতি জানালে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
বিক্ষোভকারীরা বলেন, যদি বিজিবির চাপে সিকিউরিটি লক কাটা হয় তবে পরবর্তীতে ট্রাক ড্রাইভার কোনো অবৈধ মালামাল তুললে দায়ভার কে নেবে? উপরন্তু সিকিউরিটি লকের নম্বর পরিবহন অফিস থেকে চালানে লেখা থাকে এবং আমদানিকারককে জানানো হয়। ফলে লক কাটলে আমদানিকারক পণ্য গ্রহণে অস্বীকৃতি জানাতে পারেন।
একপর্যায়ে বিক্ষোভকারীরা “ভুয়া ভুয়া” স্লোগান দিয়ে বিজিবির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। পরিস্থিতি উত্তপ্ত হলে বিজিবি সদস্যরা দ্রুত স্থান ত্যাগ করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থলে কোনো আইন-শৃঙ্খলা বাহিনী উপস্থিত হয়নি এবং রাস্তা অবরুদ্ধ ছিল।
এ বিষয়ে কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, “সব ট্রাকের লক খোলা সম্ভব নয়। তবে বিজিবি সন্দেহভাজন গাড়ির লক খোলা যেতে পারে।”