বেনাপোল কাস্টমস হাউসে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এক সিপাহিকে সাময়িক বরখাস্ত এবং দুই সহকারী রাজস্ব কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।
কাস্টমস হাউসের কমিশনার খালিদ মোহাম্মদ আবু হোসেন স্বাক্ষরিত আদেশে জানা যায়, বরখাস্তকৃত সিপাহি হলেন রায়হান আহমেদ, আর শোকজপ্রাপ্ত দুই কর্মকর্তা হলেন সহকারী রাজস্ব কর্মকর্তা এফ. এম. ফয়সাল ও খায়রুজ্জামান।
সূত্রের বরাত দিয়ে জানা গেছে, ২১ আগস্ট কাস্টমস–বিজিবির যৌথ এক্সিট পোস্টে দায়িত্ব পালনকালে রায়হান আহমেদ ইচ্ছাকৃতভাবে একটি গাড়ির নম্বর পরিবর্তন করে লিপিবদ্ধ করেন। প্রকৃত গাড়ির নম্বর ছিল খুলনা মেট্রো–১১–১২৪৪, কিন্তু তিনি তা খুলনা মেট্রো–১১–১২৪২ হিসেবে এন্ট্রি দেন।
ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং সংশ্লিষ্ট দুই সহকারী রাজস্ব কর্মকর্তাকে শোকজ নোটিশ প্রদান করা হয়েছে। কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার বিষয়ে অভ্যন্তরীণ তদন্ত চলমান; তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর