• ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

বেনাপোল চেকপোস্টে তারেক রহমানের বিবিসি সাক্ষাৎকার প্রদর্শনী : গণতন্ত্র পুনরুদ্ধারে নতুন দিগন্ত উন্মোচন

বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশিত অক্টোবর ১৩, ২০২৫, ১২:৫৯ অপরাহ্ণ
বেনাপোল চেকপোস্টে তারেক রহমানের বিবিসি সাক্ষাৎকার প্রদর্শনী : গণতন্ত্র পুনরুদ্ধারে নতুন দিগন্ত উন্মোচন
সংবাদটি শেয়ার করুন....

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিবিসি বাংলাকে দেওয়া সাম্প্রতিক সাক্ষাৎকার জনসাধারণের মাঝে প্রচারের লক্ষ্যে যশোরের বেনাপোলে এক ব্যতিক্রমধর্মী প্রদর্শনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

রোববার (১২ অক্টোবর) রাতে বেনাপোল চেকপোস্ট বর্ডার বাজারে এ অনুষ্ঠানটির আয়োজন করেন বেনাপোল পৌরসভার ১নং ওয়ার্ডের সাদীপুর গ্রাম ও ৯নং ওয়ার্ডের বড় আঁচড়া গ্রামের স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ। শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটনের নির্দেশনায় আয়োজিত এ প্রদর্শনীতে উপস্থিত ছিলেন বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগণ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আক্তারুজ্জামান আক্তার, উপজেলা কৃষকদলের সভাপতি আমিরুল ইসলাম, উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মো. সহিদ আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিম, পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বাবু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মীর আলম, যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম চয়ন প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন বেনাপোল পৌর ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইদ্রিস আলী ইদু, সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর সাত্তার, পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক জামাল হোসেন, পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওমর ফারুক, চেকপোস্ট বাজার কমিটির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, শ্রমিক ইউনিয়নের সভাপতি মোবারক হোসেন কালু, সাধারণ সম্পাদক ইকরামুল, যুগ্ম সাধারণ সম্পাদক ইয়ানুর ও কোষাধ্যক্ষ মিন্টু বিশ্বাসসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বহু নেতৃবৃন্দ।

প্রদর্শনীতে অংশগ্রহণকারীরা বলেন, তারেক রহমানের সাক্ষাৎকারে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার বিষয়ে যে সুস্পষ্ট বক্তব্য তিনি দিয়েছেন, তা নতুন আশার সঞ্চার করেছে।

অনুষ্ঠান শেষে স্থানীয় জনগণ জানান, এমন উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।