যেসব বেসরকারি কলেজে অনার্স ও মাস্টার্স কোর্স চালু রয়েছে, সেসব প্রতিষ্ঠানের শিক্ষকদের জন্য এসেছে বড় সুখবর। এসব কলেজে সর্বোচ্চ সাতজন শিক্ষককে এমপিওভুক্ত করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, অনার্স পর্যায়ের কলেজে পাঁচজন এবং অনার্সের পাশাপাশি মাস্টার্সও চালু থাকা কলেজে সাতজন শিক্ষক এমপিওভুক্ত হওয়ার সুযোগ পাবেন। সূত্র জানায়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত যেসব কলেজে উচ্চমাধ্যমিক ও ডিগ্রি কোর্স চালু রয়েছে, সেখানকার একজন করে শিক্ষক এমপিওভুক্ত হওয়ার নিয়ম আগে থেকেই বিদ্যমান ছিল। নতুন সিদ্ধান্ত অনুসারে, অনার্স ও মাস্টার্স কোর্স চালু থাকা কলেজগুলোতে সর্বোচ্চ সাতজন শিক্ষক এই সুবিধার আওতায় আসবেন। এক কর্মকর্তা জানিয়েছেন, অনার্স পর্যায়ের কলেজে পাঁচজন শিক্ষক এমপিও সুবিধা পাবেন, তবে একই কলেজে মাস্টার্স কোর্স থাকলে অতিরিক্ত দুজন শিক্ষক এমপিওভুক্ত হবেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর