
আহমেদাবাদ, ভারত: ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে যাত্রীবাহী একটি উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ জুন) স্থানীয় সময় দুপুরে এই দুর্ঘটনা ঘটে বলে দেশটির একাধিক টেলিভিশন চ্যানেল জানিয়েছে।
প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে, উড়োজাহাজটিতে প্রায় ২০০ জনের বেশি যাত্রী ছিলেন। তবে এই দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের নির্ভরযোগ্য তথ্য নিশ্চিত হওয়া যায়নি।
টেলিভিশন ফুটেজে দেখা গেছে, আহমেদাবাদ বিমানবন্দরের রানওয়ের কাছ থেকে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশে ছড়িয়ে পড়ছে। দুর্ঘটনাস্থলে জরুরি সেবা ও উদ্ধারকারী দল পাঠানো হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
ঘটনার পরপরই বিমানবন্দর এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে এবং বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।
আহতদের উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর রয়েছে ফায়ার সার্ভিস ও চিকিৎসা সহায়তা ইউনিট।
দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত হওয়া না গেলেও, ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (DGCA) ঘটনার তদন্ত শুরু করেছে।
বিস্তারিত আসছে...
সুত্র: প্রথম আলো
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর