দিন দিন নারীর প্রতি সহিংসতা যেন ভিন্নমাত্রায় বেড়েই চলেছে। গত সপ্তাহের ঘটনা। সোমবার (১১ নভেম্বর) রাত ১০টার দিকে সাভারের আশুলিয়ায় ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়সংলগ্ন দত্তপাড়া এলাকার সেতু নার্সারির ভেতর থেকে মাথাকাটা ও হাতবিহীন এক গৃহবধূর মরদেহ স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ জানায়, উদ্ধার হওয়া গৃহবধূর নাম সান্তনা। তারা ঢাকার ধামরাই উপজেলায় থাকতেন। তার স্বামী রাজমিস্ত্রির কাজ করেন। সিলেটের কানাইঘাট থেকে নিখোঁজ হওয়া শিশু মুনতাহা আক্তারকে (৫) অপহরণের পর হত্যা করে লাশ গুম করার জন্য ডোবায় পুঁতে রাখা হয়েছিল। পরে ঘটনাকে ভিন্ন খাতে নিতে ডোবা থেকে লাশ তুলে পুকুরে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর