চলতি অর্থবছরে দেশের ভূমি উন্নয়ন কর আদায়ের হার সন্তোষজনক বলে জানিয়েছেন ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার। রোববার (২০ জুলাই) ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ‘বিভাগীয় কমিশনার সমন্বয় সভা জুলাই, ২০২৫’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা জানান, এ বছর দেশে মোট ১,১০৫ কোটি টাকা ভূমি উন্নয়ন কর আদায় হয়েছে, যা আগের বছরের তুলনায় উল্লেখযোগ্য। তিনি আশাবাদ ব্যক্ত করেন, আগামী অর্থবছরে এ হার আরও বাড়বে।
তিনি বলেন, মাঠপর্যায়ে বিভাগীয় কমিশনারদের নিবিড় তদারকির ফলে বিভিন্ন ক্ষেত্রে সফলতা এসেছে। প্রতিটি বিভাগের কার্যক্রমে বিভাগীয় কমিশনারদের আরও সক্রিয় ও নিয়মিতভাবে সম্পৃক্ত হতে হবে।
আলী ইমাম মজুমদার জানান, নোয়াখালী ও ভোলাসহ উপকূলীয় জেলায় নতুন নতুন চর জেগে উঠছে, যা দেশের অর্থনীতি ও পরিবেশে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। এসব চর ভূমিহীনদের পুনর্বাসন ও গবাদিপশুর খাদ্যের আধার হিসেবে ব্যবহারের আহ্বান জানান তিনি।
ভূমি অধিগ্রহণ বিষয়ে উপদেষ্টা বলেন, প্রয়োজনের তুলনায় বেশি জমি অধিগ্রহণ যেন না হয়, সেজন্য সরেজমিনে সঠিক তদারকি জরুরি। ঢাকার জেলা প্রশাসকের উদ্যোগে ক্ষতিপূরণ অর্থপ্রদান পদ্ধতি সফটওয়্যারের আওতায় আনা হয়েছে; এই কার্যক্রম পর্যায়ক্রমে সারাদেশে চালু করা হবে।
তিনি জানান, পার্বত্য জেলা ব্যতীত সারাদেশের ৪৮টি জেলায় ৪২৩টি ভূমিসেবা সহায়তা কেন্দ্র স্থাপন করা হয়েছে, আরও ১১টি জেলায় স্থাপনের কাজ চলমান।
অনলাইন ভূমিসেবা ও বালু মহাল তদারকি প্রসঙ্গে উপদেষ্টা বলেন, কমিশনারদের সঠিক তদারকির কারণেই এ বছর বালু উত্তোলন অনেকটাই নিয়ন্ত্রিত ছিল।
সভায় খুলনা বিভাগীয় কমিশনার নদীভাঙনের ফলে চর চিহ্নিতকরণে জটিলতা এবং জমির শ্রেণি নির্ধারণে সমস্যার কথা তুলে ধরেন।
সভায় ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদের সভাপতিত্বে বিভাগীয় কমিশনার, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।