• ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

ভোলার চরফ্যাশনে পাঁচ শিক্ষা প্রতিষ্ঠানের নাম পরিবর্তন

ভোলা প্রতিনিধি
প্রকাশিত অক্টোবর ১২, ২০২৫, ২১:১১ অপরাহ্ণ
ভোলার চরফ্যাশনে পাঁচ শিক্ষা প্রতিষ্ঠানের নাম পরিবর্তন
সংবাদটি শেয়ার করুন....

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ কর্তৃক জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে ভোলা জেলার দশটি শিক্ষা প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে চরফ্যাশন উপজেলার পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের নামও পরিবর্তন করা হয়েছে।

রোববার (১২ অক্টোবর) প্রকাশিত ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ভোলা সদর, তজুমদ্দিন, লালমোহন, চরফ্যাশন ও মনপুরা উপজেলায় অবস্থিত মোট ১০টি প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে নতুন নাম অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে তালিকার ৯ থেকে ১৩ নম্বর পর্যন্ত চরফ্যাশন উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান।

চরফ্যাশনের পরিবর্তিত নামগুলো হলো—

১️. অধ্যক্ষ নজরুল ইসলাম টিচার্স ট্রেনিং কলেজ-এর নতুন নাম ভোলা টিচার্স ট্রেনিং কলেজ।
২️. দুলারহাট থানার আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব কলেজ-এর নতুন নাম ওসমানগঞ্জ ইউনাইটেড কলেজ।
৩️. দুলারহাট থানার নীলিমা জ্যাকব মহিলা কলেজ-এর নতুন নাম দুলারহাট মডেল কলেজ।
৪️. দক্ষিণ আইচা থানার দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজ-এর নতুন নাম দক্ষিণ আইচ কলেজ।
৫️. হাজারীগঞ্জ ইউনিয়নের অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজ-এর নতুন নাম চেয়ারম্যান বাজার আইডিয়াল কলেজ।

উল্লেখ্য, শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের মাধ্যমে নাম পরিবর্তনের পর এসব প্রতিষ্ঠান এখন থেকে নতুন নামেই সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করবে।