
ভোলায় মেঘনা নদীতে বালু বোঝাই বাল্কহেডের সাথে মাছ ধরার ট্রলারের সংঘর্ষে এক জেলে নিখোঁজ হয়েছেন। শনিবার (২৫ অক্টোবর) রাত ৮টার দিকে সদর উপজেলার ইলিশা লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ জেলের নাম আবুল হোসেন (৪০)। এ ঘটনায় চুকানীসহ বাল্কহেডের তিনজনকে আটক করেছে নৌ পুলিশ। পাশাপাশি বাল্কহেডটি জব্দ করা হয়েছে।
জানাগেছে,চট্টগ্রাম থেকে বরিশালের শ্রীপুরগামী বালু বোঝাই এম.ভি ঝর্না নামে একটি বাল্কহেড মেঘনা নদী পার হচ্ছিল। এ সময় বরিশালের উলানীয়া থেকে চরফ্যাশনের সামরাজ মাছ ঘাটগামী ১১ জন জেলে বহনকারী একটি ট্রলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রলারটি উল্টে যায়।
জেলেদের অভিযোগ, মিলাদ শেষে মাছ ধরতে নদীতে যাওয়ার পথে এম.ভি ঝর্না নামের বাল্কহেডটি তাদের ট্রলারের ওপর উঠে যায়। এতে এক জেলে নিখোঁজ ও ট্রলারসহ সরঞ্জামের ব্যাপক ক্ষতি হয়। তারা ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।
ইলিশা নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান জানান, দুর্ঘটনার পর ট্রলারে থাকা ১০ জেলে বাল্কহেডে আশ্রয় নিলেও আবুল হোসেন নামে এক জেলে নিখোঁজ হন। খবর পেয়ে নৌ পুলিশ ঘটনাস্থলে গিয়ে জেলেদের উদ্ধার করে এবং বাল্কহেডসহ তিনজনকে আটক করে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
এছাড়াও নিখোঁজ জেলেকে উদ্ধারে ফায়ার সার্ভিসের অভিযান অব্যাহত রয়েছে । তবে শেষ খবর পাওয়া পর্যন্ত তার সন্ধান এখনো মেলেনি।