• ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

ভোলায় জমিজমা বিরোধের জেরে প্রবাসীর বসতঘরে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ নিজের ভাইয়ের বিরুদ্ধে

ভোলা প্রতিনিধি
প্রকাশিত অক্টোবর ৭, ২০২৫, ২০:৫১ অপরাহ্ণ
ভোলায় জমিজমা বিরোধের জেরে প্রবাসীর বসতঘরে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ নিজের ভাইয়ের বিরুদ্ধে
সংবাদটি শেয়ার করুন....

ভোলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক হিন্দু সম্প্রদায়ের প্রবাসীর ব্যক্তির বসতবাড়িতে ঢুকে ভাঙচুর ও লুটপাটসহ হামলার ঘটনা ঘটেছে। সোমবার (৬ অক্টোবর) আনুমানিক দুপুর ২ টার দিকে শহরের কালীনাথ রায়ের বাজার সংলগ্ন কর্মকার বাড়িতে এই ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, প্রবাসী লালন কর্মকারের বসতভিটা জমি দখলের উদ্দেশ্যে তার নিজের ভাই বিমল কর্মকারের নেতৃত্বে এই হামলা ও ভাঙচুর চালানো হয়।

ভুক্তভোগী লালন কর্মকারের স্ত্রী মিথিলা দে জানান, বিমল কর্মকার, সিমা কর্মকার ও তাদের ছেলে বাঁধান কর্মকার সোমবার দুপুরে আমরা বাড়িতে না থানার সুযোগে জমি ও ঘর দখলে নিতে ঘরে ব্যাপক হামলা ও ভাঙচুর চালায়। এর আগে অনেকবার হুমকি দেওয়া হয়েছে আমাকো । আমার স্বামী প্রবাসে থাকে এদের অত্যাচার আমি এখানে থাকতেও পারিনি। আমার স্বামী লালন কর্মকার কিছুদিন আগে পূজার ছুটিতে দেশে আসেছিল গতকাল আবার চলে যায় প্রবাসে। এই সুযোগে তারা এই হামলা করে। পরে পুলিশকে জানালে তারা এসে এগুলো দেখে গেছেন ও ভাংচুরের জায়গায় টিন মেয়ে দিয়েছে। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার চাই।

অভিযুক্ত সিমা কর্মকারের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি গণমাধ্যমের সামনে বক্তব্য দিতে রাজি হয়নি।

ভোলা সদর টাউন পুলিশ ফাঁড়ির ইনচার্জ নজরুল ইসলাম বলেন, স্থানীয়রা ঘটনাটি পুলিশকে জানালে আমাদের ফাঁড়ি থেকে একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করছে। পরবর্তী ব্যবস্থা ভোলা সদর থানা নিবে।