• ২৫শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

ভোলায় জমি দখলের অপচেষ্টা থেকে বাঁচতে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার
প্রকাশিত অক্টোবর ২২, ২০২৫, ১৩:৩৬ অপরাহ্ণ
ভোলায় জমি দখলের অপচেষ্টা থেকে বাঁচতে সংবাদ সম্মেলন
সংবাদটি শেয়ার করুন....

ভোলায় জমি বিরোধকে কেন্দ্র করে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ২১ অক্টোবর) বিকেলে শহরের একটি পত্রিকা অফিস সদর উপজেলার পশ্চিম ধনিয়া গ্রামের বাসিন্দা মো. জাহাঙ্গীর তালুকদার লিখিত বক্তব্যে জানান, তিনি সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নে চর ভেদুরিয়া মৌজা ১০৮ খতিয়ানে প্রথম দলিলে ৫১ শতাংশ, একই খতিয়ানে অন্তর্ভুক্ত আরেকটি দলিলে ৮ শতাংশ জমি ২০১০ সালে ক্রয় করে। দীর্ঘদিন তিনি এই ভোগ দখল করে আসছে। কিন্তু ২০২৪ সালের ৫ ই আগস্ট সরকার পতনের পর আব্দুল মোতালেব ও তার ছেলে জহির, জিয়া ও ডালিম আমার কাছে ১০ লক্ষ টাকা চাঁদ দাবি করে। চাঁদা না দেওয়া একাধিক বার আমার জমি ঘর দখল করতে চেষ্টা করে এবং ব্যর্থ হয়। ব্যর্থ হয়ে তার নামে ৯ টি মিথ্যা মামলা দেয়। এখনো ৪ টি মামলা চলমান। মোতালেব গংরা অবৈধভাবে জবর দখলের অপচেষ্টা করছেন। জোরপূর্বক অবৈধ ভাবে জবর দখল থেকে রক্ষা পেতে ও নানাবিধ ভয় ভীতি দেখানোর অপচেষ্টা অব্যাহত রাখায় এ হেন অবস্থা থেকে রক্ষা পেতে যথাযথ কর্তৃপক্ষের আশুহস্তক্ষেপ কামনা করেছেন তিনি।