
‘মঞ্চ ৭১’ নামে নতুন এক প্ল্যাটফর্মের আয়োজিত অনুষ্ঠানে উত্তেজনা সৃষ্টি হওয়ার পর সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ প্রায় ১৩ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে এ ঘটনা ঘটে।
আটকদের মধ্যে কয়েকজন আওয়ামী লীগের (কার্যক্রম স্থগিত) রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে। তবে অনুষ্ঠানে উপস্থিত একাধিক মুক্তিযোদ্ধা জানান, তাদের বলা হয়েছিল এটি মুক্তিযোদ্ধাদের একটি অনুষ্ঠান।
এদিন সকালে ‘মঞ্চ ৭১’-এর উদ্যোগে একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল গণফোরামের সাবেক সভাপতি ড. কামাল হোসেনের। তবে তিনি আসেননি। প্ল্যাটফর্মটির সমন্বয় করছেন অধ্যাপক আবদুল্লাহ আল মাহমুদ (বীর প্রতীক) ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেডআই খান পান্না।
অনুষ্ঠান শুরু হওয়ার কিছুক্ষণ পর ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দিয়ে ১৫-২০ জন ভেতরে ঢুকে স্লোগান দিতে থাকেন। তারা স্লোগান দেন— ‘২৪-এর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘আওয়ামী লীগের গালে গালে, জুতা মারো তালে তালে’, ‘আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’ ইত্যাদি।
এক পর্যায়ে তারা ব্যানার ছিঁড়ে ফেলেন এবং উপস্থিতদের আটকে রাখেন। আতঙ্কিত অনেকে পেছনের দরজা দিয়ে বের হতে চেষ্টা করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং লতিফ সিদ্দিকীসহ ১৩ জনকে আটক করে ভ্যানে তোলে নিয়ে যায়।
ঘটনাস্থলে আসা ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ সাংবাদিকদের জানান, মোট ১৩ জনকে আটক করা হয়েছে। আটকদের শাহবাগ থানায় নিয়ে যাওয়া হচ্ছে। তাদের বিষয়ে সিদ্ধান্ত পরে জানানো হবে।
অনুষ্ঠানে উপস্থিত মুক্তিযোদ্ধা বুলবুল আহমেদ বলেন, “আমরা প্রোগ্রামে অংশ নিতে এসেছি। আমি তো কোনো মামলার আসামি নই। বাংলাদেশের জন্য যুদ্ধ করেছি, আজ স্বাধীন বাংলাদেশে মবের শিকার হলাম। আমার গলা চেপে ধরা হয়েছে, পাঞ্জাবি ছিঁড়ে ফেলা হয়েছে।”
অন্য এক মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা বলেন, “নিজের জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধ করেছি। আজ স্বাধীন দেশে আমরা হেনস্তার শিকার হচ্ছি।”
ভোর/রিপন/আইটি
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর