জাতীয় দৈনিক ভোর এর সম্পাদক ও প্রকাশক সাংবাদিক এস এম রফিকুল ইসলাম এর কন্যা মনোয়ার ইফরানা এবছর মাদ্রাসা শিক্ষাবোর্ডের দাখিল ( এসএসসি) পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়ে কৃতকার্য হয়েছে।
মনোয়ার ইফরানা ঢাকার তানজিমুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসা থেকে দাখিল (এসএসসি) পরীক্ষায় অংশগ্রহন করেন। তিনি এই কৃতিত্বের জন্য তার বাবা ও মাদ্রাসার শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বাবার ভালো বাসা ও শিক্ষকদের শ্নেহ ও পাঠদানে আমি আজ এই ফলাফল অর্জন করতে সক্ষম হয়েছি।
মনোয়ার ইফরানা বড় হয়ে চিকিৎসক হতে ইচ্ছুক। তিনি চিকিৎসক হয়ে সমাজের পিছিয়ে পড়া মানুষের সেবা করবেন বলে ইচ্ছা পোষন করেছেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর