স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বর্তমান প্রধান প্রকৌশলী গোপাল কৃষ্ণ দেবনাথ চাকুরীর মেয়াদ চলতি জানুয়ারী মাসে শেষ। তিনি আওয়ামী প্রকৌশল পরিষদের নেতা হওয়ার সুবাদে অনৈতিক সুবিধা ও তার অনুগত প্রকৌশলীদের পিডি নিয়োগের প্রস্তাব মন্রনালয়ে প্রেরন করে বেশ আলোচনায় আসেন ।এ ছাড়া পিরোজপুর এলজিইডির হাজার কোটি টাকার লোপাটের নায়ক মিরাজ গংদের প্রতি গোপাল কৃষ্ণ দেবনাথের মৌন সায় ছিল বলে অনেকেরই অভিযোগ আছে।গ্রেডেশন তালিকা সঠিক থাকলে আগামী রবিবার থেকে শেখ মুজাককা জাহের এলজিইডির প্রধান প্রকৌশলীর কাজ চালিয়ে যাওয়ার কথা।স্হানীয় সরকার বিভাগের উর্ধতন সূএে জানা গেছে,আজ বৃহস্পতিবার এ ব্যাপারে মন্রনালয় মিটিং করে সিদ্ধান্তে পৌঁছাবে।তবে গ্রেডেশন তালিকা অনুসরন করে প্রধান প্রকৌশলী নিয়োগের সিদ্ধান্ত হবে বলে তিনি মতামত ব্যক্ত করেন।তবে নীতি নির্ধারণী মহল থেকে যে কোন নতুন চমক আসতে এ কথা বলেছেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর