
মাদক কারবারি ও কিশোর গ্যাং নির্মূলের ঘোষণা দিয়েছেন দক্ষিণখান থানা বিএনপির আহ্বায়ক মো. হেলাল তালুকদার। শুক্রবার রাত ৯টায় দক্ষিণখানের ফায়দাবাদ তুরাগ নদী সংলগ্ন এলাকায় স্থানীয় জনগণকে নিয়ে আয়োজিত এক সভায় তিনি এ ঘোষণা দেন।
প্রধান অতিথির বক্তব্যে হেলাল তালুকদার বলেন, "আমাদের এই ওয়ার্ডে কারা মাদক ও কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত, তাদের তালিকা তৈরি করা হবে। একটি বিশেষ কমিটি গঠন করে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে এসব অপরাধ নির্মূলে কাজ করা হবে।"
সভায় সভাপতিত্ব করেন ৪৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আল-আমিন সরকার। তিনি বলেন, "এলাকায় কারা মাদক ও কিশোর গ্যাংয়ের সঙ্গে যুক্ত, আমরা জানি। তাই এখনই সতর্ক হন, নয়তো তাদের এখানে কোনো অস্তিত্ব থাকবে না।" এ সময় এলাকাবাসী ও বাড়িওয়ালারা তাদের নানা অসহায়তার কথা সভায় তুলে ধরেন।
সভায় আরও উপস্থিত ছিলেন— দক্ষিণখান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মতি, আহ্বায়ক সদস্য ডা. কবির হোসেন ভূঁইয়া, আহ্বায়ক সদস্য হারুন উর রশিদ ভুট্টু, আহ্বায়ক সদস্য সেলিম রাজা, এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ভোর/রিপন/আইটি
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর