
২০২৫ সালের দাখিল পরীক্ষার পুনঃনিরীক্ষণে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের ১ হাজার ৯১২ শিক্ষার্থীর ফলাফল পরিবর্তিত হয়েছে।
রোববার (১০ আগস্ট) পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. কামরুল আহাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, পুনঃনিরীক্ষণের জন্য মোট ৩২ হাজার ৬০৫ জন শিক্ষার্থী ৬০ হাজার ৯০৩টি আবেদন করেছিলেন। এর মধ্যে ১ হাজার ৯১২ শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। তাদের মধ্যে ৯৯১ জন ফেল থেকে পাস করেছেন এবং ২৫৫ জন ফেল অবস্থায় রয়েছেন। এছাড়া ৩৯৮ জনের জিপিএ পরিবর্তন হয়েছে।
জিপিএ-৫ পেয়েছেন ১৩৯ জন এবং আগের মতো জিপিএ-৫ ধরে রেখেছেন ১২৯ জন।
আগে ১১ থেকে ১৭ জুলাই পর্যন্ত দাখিল পরীক্ষার পুনঃনিরীক্ষণের আবেদন গ্রহণ করা হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর