মালয়েশিয়ায় মাসব্যাপী (১২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি) বিশেষ ব্যবস্থায় ২৬ হাজার ৯৬১ জন প্রবাসীকে পাসপোর্ট বিতরণ করেছে বাংলাদেশ হাইকমিশন।
সোমবার (১০ ফেব্রুয়ারি) এক নোটিশে এ তথ্য জানায় কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন।
এতে বলা হয়, প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত (সরকারি ছুটির দিনসহ) হাইকমিশন থেকে হাতে হাতে পাসপোর্ট বিতরণ করা হয়। এছাড়া, অনলাইন অ্যাপয়েনমেন্টের ভিত্তিতে মোবাইল কনস্যুলার টিমের মাধ্যমে প্রতি ছুটির দিনে কুয়ালালামপুরের বাইরের বাংলাদেশি প্রবাসী অধ্যুষিত শহর পেনাং, জহরবারু, মেলাক্কা, কুয়ানতান এবং কেলাং শহরে পাসপোর্ট বিতরণ করা হয়। এ সময়ের মধ্যে একাধিকবার কনস্যুলার টিম পাঠানো হয় পেনাং এবং জহরবারুতে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর