মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিশু শিক্ষার্থীদের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘মা-বাবাদের আমরা কী জবাব দেব? কী বলব তাদেরকে? আমরা নিজেদেরকেই তো জবাব দিতে পারছি না।’
এই ভয়াবহ দুর্ঘটনার পর জাতির সর্বস্তরের মানুষ যেমন হতবাক, তেমনি নিজেও আবেগাপ্লুত হন ড. ইউনূস। তিনি বলেন, ‘আমার বলার ভাষা নেই। কীভাবে শুরু করবো, সেটাও বুঝতে পারছি না। এরকম একটি ঘটনা কেউ কল্পনাও করেনি।’
তিনি আরও বলেন, ‘বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানটি কচি শিশুদের উপর ঝাঁপিয়ে পড়ে আগুনে পুড়িয়ে দিল। মা-বাবা এখনও খুঁজছেন—আমার সন্তান কোথায়? তাকে আর কোনোদিন চেনা যাবে কি-না?’
জাতির প্রতি আহ্বান জানিয়ে ড. ইউনূস বলেন, ‘হাসপাতালে ভিড় না করতে অনুরোধ করছি। কারণ, আহতদের শরীরে রোগ প্রতিরোধের শক্তি নেই। আমাদের উপস্থিতিতে তাদের জন্য ঝুঁকি বাড়তে পারে।’
দুর্ঘটনার তদন্তের বিষয়ে তিনি জানান, ‘তদন্ত অবশ্যই হবে। কিন্তু তদন্ত করলেই তো আর তারা ফিরে আসবে না।’
ড. ইউনূস নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বলেন, ‘আমরা তাদের জন্য শোক দিবস ঘোষণা করেছি। আগামীকাল আমরা সবাই মিলে তাদের স্মরণ করবো। এই শিশুরা আমাদের সবার সন্তান।’
শেষে তিনি বলেন, ‘আল্লাহ আমাদের ধৈর্য দিন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে শান্তি দিন। আল্লাহ এই শিশুদের জান্নাতবাসী করুন।’