• ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

মিথিলাকন্যা আইরাকে নিয়ে আবেগঘন পোস্ট সৃজিতের

বিনোদন ডেস্ক
প্রকাশিত আগস্ট ১৪, ২০২৫, ১১:৫৫ পূর্বাহ্ণ
মিথিলাকন্যা আইরাকে নিয়ে আবেগঘন পোস্ট সৃজিতের
সংবাদটি শেয়ার করুন....

টালিউড পরিচালক সৃজিত মুখার্জি আইরার বাবা। সে কারণে মেয়ের প্রথম কাজ নিয়ে ভীষণ আনন্দিত তিনি। মেয়েকে পর্দায় দেখে প্রথমে নিজের চোখকেই বিশ্বাস করতে পারেননি। ‘আমার রকস্টার’—এভাবেই তাহসান-মিথিলাকন্যা আইরাকে সম্বোধন করেছেন তিনি। সম্প্রতি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে পরিচালক বলেন, দেখতে দেখতে বড় হয়ে গেল। আমি কি বুড়ো হচ্ছি জানি না, তবে চোখের সামনে সময় উড়ে গেল।

একটি বিজ্ঞাপনে মায়ের সঙ্গে একফ্রেমে হাজির হয়েছে সাবেক তাহসান-মিথিলা দম্পতির একমাত্র কন্যা ছোট্ট আইরা। সেই ভিডিওটি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন সৃজিত মুখার্জি। ভিডিওটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।

যদিও মিথিলা-সৃজিত দাম্পত্য নিয়ে নানা গুঞ্জন রয়েছে, তবে আইরার সঙ্গে সৃজিতের সম্পর্কের উষ্ণতা অটুট। ভবিষ্যতে পরিচালক হিসেবে আইরাকে সিনেমায় নেবেন কি না—এমন প্রশ্নে সৃজিত বলেন, আমার কোনো সিনেমায় যদি চরিত্রের সঙ্গে মানিয়ে যায়, অবশ্যই ওকে নিতে চাইব।

রাফিয়াত রশিদ মিথিলা ও তাহসান খান দম্পতির মেয়ে আইরা ছোট থেকেই সৃজিত মুখার্জির ভীষণ আদরের। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই মেয়ের সঙ্গে নানা মুহূর্ত শেয়ার করেন এ নির্মাতা।

প্রসঙ্গত, গায়ক-অভিনেতা তাহসান রহমান খানের সঙ্গে মিথিলার বিয়ে হয়েছিল ২০০৬ সালে। এরপর তাদের সংসারে আসে আইরা তাহরিম খান। ২০১৭ সালে বিচ্ছেদের পর তাহসান-মিথিলা যৌথভাবেই মেয়ের দায়িত্ব পালন করছেন। অন্যদিকে, বিচ্ছেদের দুই বছর পর সৃজিতের সঙ্গে মিথিলার বিয়ে হয়। সেই সূত্র ধরেই আইরার সঙ্গে সৃজিতের বন্ধুত্ব গড়ে ওঠে।