• ৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৩শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

মেসির পায়ের জাদুতে জয়, টানা পাঁচ ম্যাচে জোড়া গোলের রেকর্ড

খেলাধুলা ডেস্ক
প্রকাশিত জুলাই ১৩, ২০২৫, ১৬:২৩ অপরাহ্ণ
মেসির পায়ের জাদুতে জয়, টানা পাঁচ ম্যাচে জোড়া গোলের রেকর্ড
সংবাদটি শেয়ার করুন....

আবারও নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিলেন লিওনেল মেসি। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) ইন্টার মায়ামির হয়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। সর্বশেষ ম্যাচে ন্যাশভিলের বিপক্ষে জোড়া গোল করে দলকে ২-১ ব্যবধানে জয় এনে দিয়েছেন তিনি। এটিই তার টানা পাঁচ ম্যাচে জোড়া গোলের কীর্তি।

বাংলাদেশ সময় রোববার ভোরে ফ্লোরিডার ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথম গোলটি আসে ১৭তম মিনিটে। ফ্রি-কিক থেকে নিচু শটে প্রতিপক্ষের মানবপ্রাচীরের ফাঁক দিয়ে বল জালে জড়ান মেসি। গোলরক্ষক ছিলেন পুরোপুরি অসহায়। এ গোলের মাধ্যমে ফ্রি-কিক থেকে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছেন তিনি। মেসির ফ্রি-কিক গোল এখন ৬৯টি, যা তাকে এনে দিয়েছে এক নতুন মাইলফলক।

দ্বিতীয়ার্ধে আবারও আলো ছড়ান সময়ের অন্যতম সেরা এই ফুটবলার। ৬২তম মিনিটে প্রতিপক্ষ গোলরক্ষকের একটি ব্যাক পাস নিয়ন্ত্রণে নিতে গিয়ে ভুল করে বসেন জো উইলিস। বলটি চলে যায় মেসির পায়ে, আর সুযোগ কাজে লাগাতে বিন্দুমাত্র ভুল করেননি তিনি।

ন্যাশভিল অবশ্য একটি গোল শোধ করে ৪৯তম মিনিটে। তবে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে মেসির ইন্টার মায়ামি। এই নিয়ে এমএলএসে টানা ছয় ম্যাচে অপরাজিত রয়েছে ইন্টার মায়ামি। বর্তমানে দলটি ১৯ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ৫ম স্থানে রয়েছে।

উল্লেখ্য, এর আগে মেসি জোড়া গোল করেছিলেন নিউ ইংল্যান্ড রেভ্যুলুশন, মন্ট্রিয়ল (দুইবার) এবং কলম্বাসের বিপক্ষে। ফর্মের এই ধারাবাহিকতা বজায় থাকলে এমএলএসে নতুন ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে রয়েছেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী লিওনেল মেসি।

দৈনিক ভোর/রিপন/আইটি