
বলিউডে এখন আলোচনার কেন্দ্রে রয়েছে সদ্য মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘সাইয়ারা’। বলিউডে পা রাখা নবাগত আহান পাণ্ডে ও অনীত পাড্ডাকে নিয়ে মোহিত সুরি পরিচালিত এই রোম্যান্টিক ঘরানার সিনেমাটি দর্শকদের হৃদয় জয় করেছে। গভীর প্রেমের কাহিনি নিয়ে নির্মিত এই ছবি বাংলাদেশের সিনেমাপ্রেমীদের মনও ছুঁয়ে গেছে। এখন অনেকেই ভালোবাসার মানুষকে আখ্যা দিচ্ছেন ‘সাইয়ারা’ বলে।

এদিকে ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও পরিচালক আদনান আল রাজীবের প্রেম ভক্তদের হৃদয়ে এখনও অমলিন। দীর্ঘ ১৩ বছরের প্রেমের সম্পর্ক চলতি বছরের ফেব্রুয়ারিতে পরিণয়ে রূপ নেয়, বিয়ে করে সুখী দাম্পত্যে রয়েছেন তারা।

মেহজাবীন-রাজীবের বিয়ের দিনটি যেমন ছিল তাদের কাছে স্মরণীয়, তেমনি ভক্তদের জন্যও আবেগঘন। তাদের দৃষ্টিনন্দন সাজ, আবেগঘন মুহূর্তগুলো সে সময় আলোচনায় উঠে আসে। এর মধ্যেই তাদের একসঙ্গে কাটানো কিছু মুহূর্ত ফের আলোচনায় এসেছে।
সম্প্রতি এক ভক্ত মেহজাবীন-রাজীবকে নিয়ে বলিউডের আলোচিত সিনেমা ‘সাইয়ারা’র প্রেমের সঙ্গে তুলনা করে একটি ভিডিও তৈরি করেছেন। সেখানে দেখা যায়, এই জুটির আবেগঘন ও প্রেমময় মুহূর্ত, যার বেশিরভাগই তাদের বিয়ের দিনের। ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, ‘মেহজাবীন তার সাইয়ারার সঙ্গে’, যেখানে ‘সাইয়ারা’ শব্দ দিয়ে রাজীবকে বোঝানো হয়েছে।

এই ভিডিও নজরে আসে মেহজাবীনেরও। তিনি নিজের টাইমলাইনে শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, AWW! যা তার উচ্ছ্বাস প্রকাশ করে।

প্রসঙ্গত, বিয়ের পর বিশ্বের নানা প্রান্তে ভ্রমণ করছেন মেহজাবীন-রাজীব। পাশাপাশি তারা দুজনই সফল ক্যারিয়ারে এগিয়ে চলেছেন। বলা বাহুল্য, রিল লাইফের মতোই তাদের রিয়েল লাইফও মধুর ও আনন্দময়।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর