
রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গ্রেফতারকৃতরা মাদক কারবারসহ নানা অপরাধে জড়িত বলে জানিয়েছে পুলিশ।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান রোববার (১৮ মে) এ তথ্য নিশ্চিত করেন।
শনিবার (১৭ মে) মোহাম্মদপুর থানার আওতাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ এই ১৫ জনকে আটক করে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন: আকাশ (২৩), কাশেম (২৫), রাব্বি (২২), সজীব (২৬), মাহাবুল (২২), সিয়াম (১৯), শাহরিয়া (২০), শাহাদাত (১৯), আলম (২২), তুহিন (২০), আকাশ (১৮), সুজন (১৯), এমদাদুল (২৭), সাব্বির (১৯) এবং ফরহাদ (১৯)।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অপরাধে সংশ্লিষ্টতা পাওয়া গেছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর