যশোরের বেনাপোলে সৃজনশিখার উদ্যোগে “জুলাই জাগরণ চিত্রাঙ্কন, আবৃত্তি ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান” অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের উদ্বোধন করেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার কাজী নাজিব হাসান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত এবং শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিম।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সৃজনশিখার প্রতিষ্ঠাতা সভাপতি নাজমুল হোসাইন জয়।
চিত্রাঙ্কন, আবৃত্তি ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় স্থানীয় শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
উপস্থিত বক্তারা বলেন, এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের সৃজনশীলতা, আত্মবিশ্বাস ও নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।