যশোর জেলার শার্শা উপজেলার পোর্ট থানা এলাকায় বেনাপোল ছোটআছড়া গ্রামে মিজানুর রহমান (৪২) নামের এক গরু ব্যবসায়ী ও কসাইকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার গভীর রাতে নিজ বাড়ির উঠানে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
এলাকাবাসীর ধারণা, রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের পর অজ্ঞাত দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে মিজানুর রহমানকে গলা কেটে ফেলে রেখে যায়। পরবর্তীতে স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে পোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। তবে ঘটনার কারণ ও জড়িতদের শনাক্ত করতে নিহতের পরিবারের সদস্যদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এদিকে হঠাৎ ঘটে যাওয়া এ হত্যাকাণ্ডে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বেনাপোল থেকে মোঃ রমজান আলী
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর