যশোর শার্শা উপজেলা সীমান্তে অভিযান চালিয়ে দুইজন আসামিসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অদ্য ০৮ অক্টোবর ২০২৫ তারিখে ৪৯ বিজিবি যশোর ব্যাটালিয়নের টহলদল একাধিক চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। পাঁচপীরতলা বিওপি, বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্ট সীমান্ত এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
এসময় টহলদল বিদেশি মদ, ভারতীয় ফেন্সিডিল, WINCEREX কফ সিরাপ, গোলমরিচ, কালোজিরা, বিভিন্ন প্রকার ওষুধ এবং ভারতীয় শাড়িসহ বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল জব্দ করে। আটক মালামালের আনুমানিক মূল্য ৬ লাখ ৬০ হাজার ২০০ টাকা বলে জানায় বিজিবি।
অভিযানে দুইজন আসামিকে আটক করা হয়, যাদের পরিচয় প্রাথমিকভাবে জানা গেলেও তদন্তের স্বার্থে প্রকাশ করা হয়নি। আটক আসামি ও মালামাল পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় অবৈধ চোরাচালান ও মাদকদ্রব্য পাচার রোধে নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে।

সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর