সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে মিস এন্ড মিসেস এলিগ্যান্স বাংলাদেশ ২০২৫। এই বিউটি পেজেন্টে রানার্স আপ হয়েছেন মডেল ও অভিনেত্রী তানজিনা নিলয়।
এ নিয়ে তানজিনা নিলয় বলেন, আমার গায়ের রঙ কিছুটা শ্যাম বর্ণের হওয়ায় নানা সময় কটু কথা শুনেছি। আমি মডেলিং-এ ক্যারিয়ার গড়তে চাই শুনে আমার অনেক কাছের মানুষ আমাকে নিয়ে তাচ্ছিল্য করতো। কিন্তু তাতে আমি কখনও মনোবল হারাইনি, নিজের চেষ্টায় একটি সুন্দরী প্রতিযোগিতায় ২য় রানার্স আপ হয়েছি। আর তাই আমি সেসব নারীদের নিয়ে কাজ করতে চাই, যারা নিজের সৌন্দর্য নিয়ে হীনমন্যতায় ভুগে।
তানজিলা নিলয় মডেলিং-এর পাশাপাশি অভিনয়ের স্বপ্ন দেখছেন। এতোমধ্যে বেশ কয়েকটি নাটকে অভিনয়ের জন্য হয়েছেন চুক্তিবদ্ধ। শীঘ্রই শুরু হবে নাটকগুলোর শুটিং।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর