• ১৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

যে পাঁচ কারণে জেন-জি আন্দোলন সামাল দিতে ব্যর্থ হয় নেপাল

অনলাইন ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ১৫, ২০২৫, ১৮:৫৫ অপরাহ্ণ
যে পাঁচ কারণে জেন-জি আন্দোলন সামাল দিতে ব্যর্থ হয় নেপাল
সংবাদটি শেয়ার করুন....

নেপালের সাম্প্রতিক জেন-জি আন্দোলনে সরকারের পতন ঘটে। আন্দোলনে সারাদেশে ছড়িয়ে পড়ে ব্যাপক সহিংসতা। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় রাষ্ট্রের ভূমিকা নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক।

যদিও আন্দোলনের পরিকল্পনা আগে থেকেই জানা ছিল, তবুও কেন রাষ্ট্র সঠিকভাবে পরিস্থিতি সামাল দিতে পারল না—সে বিষয়ে পাঁচটি কারণ তুলে ধরেছে সংবাদমাধ্যম।

কে পি শর্মা ওলির নেতৃত্বাধীন সরকার আন্দোলনের পরিকল্পনা আগেভাগে জেনেও কার্যকর নিরাপত্তা কৌশল নিতে ব্যর্থ হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কাঠমান্ডু প্রশাসনের মধ্যে সমন্বয়ের অভাবে নিরাপত্তা বাহিনীও প্রস্তুত ছিল না।

আন্দোলনে ব্যাপক প্রাণহানি ঘটার পর স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক কেন্দ্রীয় নিরাপত্তা কমিটির বৈঠক ডাকেন। অথচ সেদিন সকালেই মাঠের পরিস্থিতি দেখার পরিবর্তে তিনি শীর্ষ কর্মকর্তাদের নিয়ে সংসদীয় কমিটিতে পুলিশ বিল নিয়ে আলোচনায় সময় কাটান।

আন্দোলনের আগে অবসর নেন কাঠমান্ডু ভ্যালি পুলিশের এআইজি টেক বাহাদুর তামাং। ফলে ভারপ্রাপ্ত নেতৃত্বে চলছিল পুরো কাঠমান্ডু পুলিশ। এমন স্পর্শকাতর সময়ে পূর্ণাঙ্গ এআইজি না থাকায় নিরাপত্তা শৃঙ্খলা দুর্বল হয়ে পড়ে।

প্রধানমন্ত্রী ওলি জনগণের ক্ষোভ মোকাবিলা বা নিহত পরিবারের পাশে দাঁড়ানোর পরিবর্তে অস্থিরতার জন্য বিরোধীদের দায়ী করেন। পদত্যাগের দাবি উঠলেও তিনি তা প্রত্যাখ্যান করেন। তবে সর্বমুখী চাপে শেষ পর্যন্ত তাকে পদ ছাড়তে হয়।

দীর্ঘদিন ধরে দুর্নীতি, রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার, বড় কেলেঙ্কারির বিচার না হওয়া ও নানা অনিয়মের কারণে তরুণ প্রজন্মের মধ্যে প্রবল ক্ষোভ জমে ছিল। রাষ্ট্রীয় দমন-পীড়নের মুখে সেই ক্ষোভ বিস্ফোরিত হয়ে সহিংস আন্দোলনে রূপ নেয়।

সূত্র: কাঠমান্ডু পোস্ট

ভোর/রিপন/আইটি