রংপুর জেলার পীরগাছা ও কাউনিয়া উপজেলায় ধর্মীয় মূল্যবোধ এবং ইসলামী ঐতিহ্য সংরক্ষণে বিশেষ ভূমিকা রাখছেন এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী আলহাজ্ব এমদাদুল হক ভরসা। তারই ধারাবাহিকতায় সম্প্রতি তিনি দুই উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, হাফেজ, মুয়াজ্জিন ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের মাঝে জুব্বা বিতরণ করেছেন।
উল্লেখযোগ্য সংখ্যক ওলামা ও ধর্মীয় নেতৃবৃন্দ এই জুব্বা বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিভিন্ন মসজিদের প্রতিনিধিদের মাঝে মানসম্মত ও সুদৃশ্য জুব্বা বিতরণ করা হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর