পবিত্র মাহে রমজানেও শস্তির খবর নেই মাংসের বাজারে । বরিশালের বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে ৮০০ থেকে ৮৫০ টাকায়। বাজার মনিটরিং এর দ্বায়িত্বে থাকা ভোক্তা অধিকার সংরক্ষণের নিয়মিত বাজার মনিটরিং অব্যাহত থাকলেও মাংসের কেজিপ্রতি মূল্য নিয়ন্ত্রণের বাইরে।
বরিশালের একাধিক বাজার ঘুরে দেখা গেছে, রমজান উপলক্ষে গরুর মাংসের চাহিদা বেড়েছে প্রায় দ্বিগুন। আগে যে খানে দিনে ২ টি গরু জবাই ও বিক্রি হতো। সেখানে এখন ৪ টি গরু জবাইও বিক্রি হলে দাম বেড়েছে বাজার ভেদে ১০০ থেকে ১৫০ টাকা। রোজার আগে যেখানে গরুর মাংস বিক্রি হতো ৭০০ টাকা কেজি দরে। সেখানে ব্যবসায়ীরা কোথাও ১০০ টাকা বাড়িয়ে ৮০০ টাকায়, আবার কোথাও ১৫০ টাকা বাড়তি ৮৫০ টাকায় বিক্রি করছে। যা দেখভালের দ্বায়িত্বে থাকা কতৃপক্ষের নজরে আসছেনা ।
ফলে সাধারন মধ্যবিত্ত পরিবারের ক্রেতারা পবিত্র মাহে রমজানেও গরুর মাংশের স্বাদ গ্রহনে বঞ্চিত হচ্ছে । স্বাভাবিক সময়ের চেয়ে রমজানে কশাইরা এই দাম বৃদ্ধি করায় ভোক্তার উপর জুলুম দাবী তাদের।
বরিশাল নগরীর পোর্টরোড বাজার, বড় বাজার খ্যাত বাজার রোড, চাঁনমারি, বাংলা বাজার, বটতলা বাজার, সাগরদী বাজার, চৌমাথা
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর