বাংলাদেশ সুপ্রিম কোর্ট ১৪৪৬ হিজরি (২০২৫ খ্রিস্টাব্দ) সনের পবিত্র রমজান মাস উপলক্ষে হাইকোর্ট বিভাগের জন্য কোর্ট ও অফিসের সময়সূচির পরিবর্তন করে নতুন সময় নির্ধারণ করেছে।
গতকাল সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ হাবিবুর ররহমান সিদ্দিকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, রমজান মাসে কোর্টের সময়সূচী হবে- রোববার হতে বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা থেকে দুপুর ৩:১৫টা পর্যন্ত, এ সময়ের মাঝে দুপুর ১:১৫টা থেকে ২:০০ টা পর্যন্ত যোহরের নামাজের বিরতি থাকবে।
একইসঙ্গে অফিস খোলার সময়সূচি হবে, রোববার হতে বৃহস্পতিবার সকাল ৯:১৫ টা থেকে দুপুর সাড়ে তিনটা পর্যন্ত। এ সময়ের মাঝে দুপুর ১:১৫টা থেকে ১:৩০ টা পর্যন্ত যোহরের নামাজের বিরতি থাকবে।
তবে, শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটিতে কোর্ট ও অফিস দুইই বন্ধ থাকবে।
পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তিটি পড়তে এই লিংকে যেতে হবে- https://www.supremecourt.gov.bd/resources/contents/notice_20250225_96.pdf
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর